ঝিনাইদহের কালীগঞ্জে ৱ্যাবের অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার

 স্টাফ রিপোর্টার-

গত ২১ সেপ্টেম্বর  ৱ্যাব-, ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন হতেই একটি চাঁদাবাজ চক্রের সদস্যরা কালিগঞ্জ থানার শিবনগর গুলশান মোড় এলাকায় গনপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দুরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে যানবাহনগুলি থেকে ভূয়া নাম মাত্র রশিদ দিয়ে এই পর্যন্ত বিপুল পরিমান অর্থ সংগ্রহ করে আসছে

সাধারন জনগনের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মৌখিক অভিযোগ এর ভিত্তিতে ৱ্যাব-, সিপিসি- এর একটি গোয়েন্দা দল কালিগঞ্জ এর গুরুত্বপূর্ণ সড়কের সংযোগকেন্দ্রগুলিতে গোয়েন্দা কার্যক্রম শুরু করে

উক্ত চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করত আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত ২১০০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন শিবনগর গুলশান মোরস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সংঘবদ্ধ সক্রিয় চাঁদাবাজ দলের সদস্য ১। অহেদ আলী(৫৩), পিতা- মৃত ইউসুফ মন্ডল ২। মোঃ বাবুল আক্তার(৪৮), পিতা-মৃত নুরুল ইসলাম, উভয় সাং-আড়পাড়া, থানা-কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিজ নিজ হেফাজত চাঁদা আদায়ের রশিদ বহি ০১টি, মোবাইল ০২টি, সিমকার্ড ০৪টি, টর্চলাইট- ০১টি, লাঠি-০১টি এবং চাঁদাবাজির নগদ- ১৩০০/-টাকাসহ উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে

জব্দকৃত আলামত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করত দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে

 

 

 

No comments

Powered by Blogger.