জিংক সমৃদ্ধ ধান বীজ বাজারজাত করা নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

 ঝিনাইদহ প্রতিনিধি-

জিংকযুক্ত ধানের বীজ বাজারজাতকরণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগার আলী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মোঃ খায়রুল বাশার। আরো উপস্থিত ছিলেন হারভেষ্টপ্লাসের প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজিবর রহমান, বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হোসাইন, এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান ও প্রকল্প সমন্বয়ক বিপ্লব মহলদার।

কর্মশালায় বক্তারা বলেন, জিংক চাউলের ভাত নিয়মিত গ্রহনের মাধ্যমে শিশুদেও শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ ঘটে, ক্ষুধামন্দা দূর হয়, নারীদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, বয়ষ্কদের কর্মক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 


No comments

Powered by Blogger.