কোটচাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঝিনাইদহের কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর মতবিনিময় ও পরচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ৩৪ তম বিসিএস ক্যাডার।
চাকরি জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। সোমবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কোটচাঁদপুরের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী এনাম আহাম্মদ মৃদুল,সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হাওলাদার, রিপোটাস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান, য়ায় য়ায় দিন পত্রিকার কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি"র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার, সহ সভাপতি মোঃ সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, রির্পোটাস ক্লাবের সদস্য রেজাউল ইসলাম , আকিমুল ইসলাম, রোকুনুজ্জামান। মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সোহাগ। উপজেলা নির্বাহী অফিসার কোটচাঁদপুরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের পক্ষে মোঃ কামাল হাওলাদার বলেন, কোটচাঁদপুর সাংবাদিকদের কোন বসার জায়গা নাই।আমরা চায় আপনি আমদের বসার জায়গা করে দিবেন।এটা আমরা চিরদিন স্বরণ করবো।
No comments