ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিকের আসাদুজ্জামান ১৩৭৭ ভোট, সাধারন সম্পাদক পদে দোয়েল পাখি প্রতিকের এমদাদুল ইসলাম ইনতা ১০৫৫ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মোবাইল প্রতিকের জহুরুল হক বিপ্লব ১০৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহনের পর গননা শেষে রাত ১০ টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।
নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এনামুল হক জানান, শান্তিপূর্ণ পরিবেশে শনিবার এ ভোটগ্রহন সম্পন্ন করা হয়। নির্বাচনে অন্নান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে ৩ জন- মাসুদ রানা (ঘড়ি প্রতিক ১৩১৬ ভোট), বি,এম সাইদুজ্জামান সবুজ (ছাতা প্রতিক ১২২৭ ভোট) ও কবির উদ্দিন হরিন প্রতিক ১১০০ ভোট। সহ- সাধারন সম্পাদক পদে ২ জন- মোঃ আলামিন (শহিদ মিনার প্রতিক ১৬৪৮ ভোট) ও আক্তার হোসেন দোলা (মোরগ প্রতিক ১০২০ ভোট)। সহ-সাংগাঠনিক সম্পাদক পদে ২ জন- হুমায়ুন কবির সোহাগ (বিনাপ্রতিদ্বন্ধিতায়) ও সুজল কুমার দেবনাথ (বিনাপ্রতিদ্বন্ধিতায়)। কোষাধাক্ষ্য পদে ১ জন- হাজী আবু জাফর ( চাবি প্রতিকে ১৭৪১ ভোট)। শিক্ষা সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক পদে ১ জন- মাইনুল ইসলাম (সেলাই রেন্জ প্রতিকে ৮০৪ ভোট)। ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক পদে ১ জন- মাসুম বিল্লাহ ( ফুলের টব প্রতিকে ১৫৪৭ ভোট)। প্রচার সম্পাদক পদে ১ জন আজিজুল ইসলাম (কলস প্রতিকে ১৩৫৪ ভোট) ছাড়াও ১০ নং রোড সদস্য পদে সাংবাদিক শাহিনুর রহমান পিন্টু সহ বিভিন্ন রোড়ে একজন করে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য. দীর্ঘ দুই যুগ পর অনুষ্টিত এ নির্বাচনে কালীগঞ্জ শহরে উৎসব আমেজে ভরপুর ছিল।
No comments