আওয়ামীলীগের গন ভিত্তি নেই-তারা অস্ত্রের উপর নির্ভর -ঝিনাইদহে বিএনপি’র যুগ্ম-মহাসচিব রিজভী
খুলনা বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের আঘাতে আহত বিএনপি’র নেতাকর্মীদের খোজ খবর নিতে ঝিনাইদহে আসেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের বাসভবনে নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের আর গন ভিত্তি নেই, তারা অস্ত্রের উপর নির্ভর করছে, প্রধান মন্ত্রী যে দুর্ভিক্ষের কথা বলছে সেটা শেখ হাসিনার সৃষ্ট দুর্ভিক্ষ ।
তিনি আরো বলেন, খুলনায় বিএনপির সফল ও বিশাল জনসভা দেখে আওয়ামীলীগের মাথা খারাপ হয়ে গেছে । তারা গাড়ি আটকে দিয়েছিল খুলনার ১০ জেলায় । তারা লঞ্চ বন্ধ করেছিল যাতে বিএনপি নেতাকর্মীরা এক না হতে পারে কিন্তু সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষ প্রমান করেছে এখন তত্বাবধায়ক সরকার দরকার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ জেলা ও ছাত্রদল নেতৃবৃন্দ ।
No comments