ঝিনইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু



 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লীতে কুমার নদীর ধজে পড়ে ডুবে মামাতে ফুপাতে দুই বেনের মৃত্যর ঘটনা ঘটেছে

ঘটনাটি ঘটেছে উপজেলার রঘুনাথপূর ইউনিয়নের নিত্যনন্দপূর গ্রামের শনিবার দুপুর আনুমানিক ২টায় কুমার নীদতে

(মামাতো বোন) মৃত আরিফা খাতুন(০৪) নিত্যনন্দপূর গ্রামের সাইফুল ইসলামের মেজ মেয়ে এবং অপর (ফুপাতো বোন)মৃত জেসমিন আক্তার(০৫) দরীবিন্নী গ্রামের উজ্জল হোসেনের মেয়ে

মৃতের স্বজন এলাকাবাসী সুত্র জানায়, নিত্যনন্দপূর গ্রামে ছোটমামা আশরাফুল ইসলামের বিয়েতে বেড়াতে এসে জেসমীন আক্তার তার মামাতো বেন আরিফাকে নিয়ে মামাবাড়ীর পার্শবর্তী কুমার নদীর ধারে খেলতে যায় একসমায় সাতার নাজানা দুই বোনেরই নদীর ধজে পড়ে পানিতে ডুবে মৃত্য হয়

পরে এলাকাবাসীর কয়েকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। জানাযায় দুইজনেরই মৃত্যু হয়েছে

প্রতিবেশীরা জানায় বিয়ের আনুষ্ঠানে বরকে গোছল করানোর কাজে সবাই ব্যস্ত থাকার ফাকে এই ঘটনা ঘটেছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লীতে কুমার নদীর ধজে পড়ে ডুবে মামাতে ফুপাতে দুই বেনের মৃত্যর ঘটনা ঘটেছে

ঘটনাটি ঘটেছে উপজেলার রঘুনাথপূর ইউনিয়নের নিত্যনন্দপূর গ্রামের শনিবার দুপুর আনুমানিক ২টায় কুমার নীদতে

(মামাতো বোন) মৃত আরিফা খাতুন(০৪) নিত্যনন্দপূর গ্রামের সাইফুল ইসলামের মেজ মেয়ে এবং অপর (ফুপাতো বোন)মৃত জেসমিন আক্তার(০৫) দরীবিন্নী গ্রামের উজ্জল হোসেনের মেয়ে

মৃতের স্বজন এলাকাবাসী সুত্র জানায়, নিত্যনন্দপূর গ্রামে ছোটমামা আশরাফুল ইসলামের বিয়েতে বেড়াতে এসে জেসমীন আক্তার তার মামাতো বেন আরিফাকে নিয়ে মামাবাড়ীর পার্শবর্তী কুমার নদীর ধারে খেলতে যায় একসমায় সাতার নাজানা দুই বোনেরই নদীর ধজে পড়ে পানিতে ডুবে মৃত্য হয়

পরে এলাকাবাসীর কয়েকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। জানাযায় দুইজনেরই মৃত্যু হয়েছে

প্রতিবেশীরা জানায় বিয়ের আনুষ্ঠানে বরকে গোছল করানোর কাজে সবাই ব্যস্ত থাকার ফাকে এই ঘটনা ঘটেছে

 

No comments

Powered by Blogger.