ঝিনাইদহের হরিণাকুন্ডে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে বজ্রপাতে মধুমালা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মধুমালা খাতুন ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করছিলো মধুমালা খাতুন। হালকা মেঘের সাথে বজ্রপাত হচ্ছিলো। বৃষ্টি শুরু হলে পালিত দুই ছাগলকে ঘরে নিয়ে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুই ছাগলও বজ্রপাতে মারা যায়।
হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের কাছে রয়েছে।
No comments