ঝিনাইদহের কালীগঞ্জে বিনা বেতনেই মারা গেলেন অধ্যক্ষ রেজাউল করিম
ঝিনাইদহের কালীগঞ্জের বুজিডাঙ্গা
মুন্দিয়া নিজ গ্রামেই কলেজ স্থাপনের কারণে গ্রামীন ব্যাংকের ম্যানেজার পদের চাকুরী ছেড়ে যোগদেন কলেজে। কলেটির নাম আসাদুজ্জামান হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজ। তার আগে গ্রামীন
ব্যাংকের ম্যানেজার পদে চাকুরী করতেন রেজাউল করিম।
কলেজে যোগদান করেন ২০০৪ সালের ১৫ ডিসেম্বর। যোগদানের পর হতে কলেজটি এমপিও না হবার কারণে বিনা বেতনে চাকুরী করতেন রেজাউল করিম। আশা ছিলো কলেজটি এমপিও হবে কিন্তু কলেজটি এমপিও হবার আগেই নিয়তির ডাকে সাড়া দিয়ে পাড়ি দিয়েছেন পরপারে।
বি এইচ এ বি মুন্দিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক আঃ
কাদের জানান, কলেজটির ভকেশনাল (কারিগরি) শাখাটি চলতি বছরে এমপিও হলেও মানবিক বিভাগের বেতন না
হওয়ায় কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বিনা বেতনে মানবেতর জীবনযাপন করতেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী
এক পুত্র দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
No comments