ঝিনাইদহে ভোটে ভাগ্যবান সেলিম ।। লটারিতে ভাগ্য নির্ধারণ
ঝিনাইদহ পতিনিধি-
ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলায় সদস্য পদে দু’জনের ভোটের সংখ্যা সমান হওয়াই লটারিতে ভাগ্য নির্ধারণ করলেন জেলা রিটার্নিং অফিসার। কালীগঞ্জ উপজেলা থেকে একটি সদস্য পদের বিপরীতে তিন জন প্রার্থী প্রতিদন্দিতা করেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানাযায়, কালীগঞ্জ সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হচ্ছেন জাহাঙ্গীর হোসেন সোহেল, জসিম উদ্দিন সেলিম ও রেজাউল করিম। নির্বাচনে কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিল ১৫৯ জন। এর মধ্যে একজন ভোটাধিকার প্রয়োগ না করায় নির্বাচনে ১৫৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে সদস্য প্রার্থী রেজাউল করিম কোন ভোট পাননি। বাকি দুই প্রার্থী জাহাঙ্গীর হোসেন সোহেল ও জসিম উদ্দিন সেলিম সমান সংখ্যক ৭৯ ভোট পাওয়ায় ফলাফল ড্র হয়। এই অবস্থায় জেলা রেটিনিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিারা বেগম সমান সংখ্যক ভোট পাওয়া দুই সদস্য প্রার্থীর বিজয় নিশ্চিত করতে লটারীর ব্যবস্থা করেন। সোমবার রাতে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে মোঃ জসিম উদ্দিন সেলিমের নাম উঠলে তাকে সদস্য পদে বিজয়ী ঘোষনা করা হয়।
বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনিরা বেগম জানান, নিয়মতান্ত্রিক ভাবে সমান সংখ্যক ভোট পেলে ফলাফল নির্ধারনে লটারি করার বিধান রয়েছে। সে মোতাবেক লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষনা করা হয়।
No comments