ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মোঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলা চুলকানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিতহতরা হলেন, মহেশপুর উপজেলার মালাধারপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে শাহা পরান(১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ(১৭)।
স্বজনরা জনান, সদর উপজেলার হলিধানী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলে তারা। প্রতিমধ্য রাস্তায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা এবং আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোর নেয়ার পথে আল মাহমুদের মৃত্যু হয়। তারা দুজনই বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে
No comments