মহেশপুরে ৮ কোটি টাকা মুল্যে ১১ কেজি সোনা উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে অভিযানে ৮৬ টি স্বর্ণের বার জব্দ করেছে ৫৮ বিজিবি । আজ বিকেলে উপজেলার যাদবপুর থেকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয় ।
৫৮ বিজিবির সিও লেঃ কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । গত দুই দিন আগে আমরা চোরকারবারিদের খবর পেয়ে ঐ একই এলাকায় অভিযান পরিচালনা করি । কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয় । এরপর আমাদের সোর্সের মাধ্যমে খবর পেয়ে আবারো আজ অভিযান চালানো হয় । পরে যাদবপুর এলাকার একটি কলাবাগানের মধ্য থেকে মাটিতে পুতে রাখা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৮৬টি সোনার বার উদ্ধার করা হয় । এ সময় কাওকে আটক করা যায়নি। যার ওজন ১১ কেজি ১০০ গ্রাম ।
এছাড়াও, পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার নতুনপাড়া সীমান্ত থেকে আরো ৫টি স্বর্ণের বার যার ওজন ৬০০ গ্রামসহ আব্দুস শুকুর (৩৫) আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মুল্য প্রায় ৮ কোটি টাকা।
No comments