কালীগঞ্জে জাতীয যুব দিবস পালন
এনামুল হক সিদ্দীক কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে ॥
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয় অধিদপ্তরের আয়োজনে যুব র্যালী, আলোচনা সভা ও যুবঋণ বিতরণ করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন , জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য আনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, সমাজকর্মীর শুবু পদ বিশ্বাস প্রমুখ। জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয। র্যালী শেষে শুরু হয আলোচনা সভা। আলোচনা সভা শেষে ৫০ জন যুবকের মাঝে ৬ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।
No comments