ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ দিবস পালিত
ঝিনাইদহের কালীগঞ্জে জাফর বীজ ভান্ডারের আয়োজনে থাইকিং এফ-১ হাইব্রীড মিষ্টি কুমড়ার মাঠ দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মিজান উদ্দিনের মিষ্টি কুমড়া ক্ষেতে এ মাঠ দিবস পালিত হয়। উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মিজান উদ্দিন ১২ কাঠ জমিতে থাইকিং এফ-১ হাইব্রীপ মিষ্টি কুমড়ার চাষ করেছেন। প্রতিটি মিষ্টি কুমড়ার ওজন ৫ থেকে ৮ কেজি।
এ সময় উপস্থিত ছিলেন জাফর বীজ ভাণ্ডারের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর, জাফর বীজ ভাণ্ডারের চিফ মার্কেটিং অফিসার সোহাগ হোসেন, জাফর বীজ ভাণ্ডারের ডিরেক্টর তৌহিদুল ইসলাম, মিষ্টি কুমড়া চাষী মিজান উদ্দিন, আশরাফুল ইসলামসহ অন্যান্য চাষীরা।
মাঠ দিবসে চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
No comments