ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।
ঝিনইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছেন। অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ সদস্যের প্যানেল নির্বাচন সম্পন্ন করেন । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. আবু তালেব। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম।
নির্বাচন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভোট দলীয়ভাবে ভোট পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন।
বিএনপি পন্থী পরিষদ থেকে সভাপতি হিসাবে অ্যাডভোকেট রবিউল ইসলাম ১৫৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকিদুল ইসলাম ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন পান ১১৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু ১৩২ ভোট পেয়ে পরাজিত হন।
No comments