হরিণাকুন্ডে মোবাইল ব্যবসায়ীকে হত্যা
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুবৃত্তরা। সোমবার (৫ নভেম্বর) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা শহরের কসাইমোড় এলাকায় এই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হামিদুল ইসলাম জনি হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কসাই মোড় এলাকার মুন্সী মোবাইল হাইজের স্বত্তাধীকারি জনিকে ছুরিকাঘাত করে হত্যা করে দোকান বন্ধ করে পালিয়ে যায় দুর্বত্তরা। বিকেলে তার পিতা দোকানে এসে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
হরিণাকুন্ড থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পুর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
তিনি আরো জানান, এ বিষয়ে এখনও কোন মামরা হযনি । তবে আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে ।
No comments