কালীগঞ্জের বলিদাপাড়া নামক স্থানে ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন


এনামুলহক কালীগঞ্জ ঝিনাইদহ থেকে-

যশোর-ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া নামক স্থানে ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে শাহ আলম ওরফে চঞ্চল (৩৬) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি একই জেলার মহেশপুর  উপজেলার ইসলামপুর গ্রামের হজরত আলীর পুত্র। 

নিহতের নিকট আত্মিয় ইউনুচ আলী জানান, শাহ আলম চঞ্চল মহেশপুরের বাসিন্দা হলেও বসবাস করেন কোটচাঁদপুর শহরে। কোটচাঁদপুর কলেজ মোড়ে তার একটি স্টুডিও রয়েছে। পাশাপাশি তিনি ফটোকপি মেশিনের মিস্ত্রির কাজ করেন। শনিবার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারের একজন মেশিন মেরামতের কথা বললে তিনি সেখানে যান। এরপর সন্ধ্যা ৭ টার দিকে মটর সাইকেলে বাড়ি ফেরার পথে যশোর-ঝিনাইদহ সড়কের বলিদাপাড়া নামকস্থানে পাশ^ সড়ক থেকে মেইন সড়কে ওঠা মাত্র পেছন থেকে একটি সার বোঝায় ট্রাক তাদের সজোেেরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চঞ্চল। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আব্দুর রহিম জানান, ঘটনার সময় মটর সাইকেলে দুইজন থাকলেও একজন মারা গেছে। অপরজন স্বাভাবিক রয়েছে।


No comments

Powered by Blogger.