কালীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার রোধে কর্মশালা
স্টাফ রিপোর্টার- কালীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার রোধে সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও এনজিও প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে বুধবার কমপ্লেক্্েরর কনফারেন্স রুমে এক দিনের ওই কর্মশালায় কো-অডিনেটর ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ব্যুরোর ২০২২-২৩ অর্থ বছরের অপারেশন প্লান ’লাইফ ষ্টাইল” এবং হেলথ এডুকেশন ও প্রমোশন কর্মসূচীর আওতায় কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাঃ আজগর আলী ও ডাঃ নাজমুল ইসলাম।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে কর্মশালার মতবিনিময়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি সাংবাদিক এনামুল হক সিদ্দীক, নয়ন খন্দকার ও মসজিদের ইমামসহ এনজিও কর্মীগন।
No comments