কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

স্টাফ রিপোর্টার-

বিদ্যালয়ে আসতে দেরি করা, বিকাল ৪টার আগেই স্কুল ছুটি দেওয়া, দূর্নীতি, স্বজনপ্রীতি, অর্থসাৎ ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শিপ্রা রাণী সাহাকে শোকজ করা হয়েছে। তিনি দেরিতে স্কুলে প্রবেশ করেন এবং সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে দেন এমন অভিযোগ করেন গ্রামবাসি। এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত বুধবার বেলা ১টার পর স্কুলে যান সহকারী শিক্ষা অফিসার শাহীন আক্তার। তিনি  গিয়ে দেখতে পান স্কুল বন্ধ করে শিক্ষকরা সবাই চলে গেছেন, পতাকা ও খুলে ফেলা হয়েছে। তখন তিনি গ্রামবাসির লিখিত স্বাক্ষর  নেন, এবং বন্ধ স্কুলের ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। সে সময় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান ও সদস্য মিরা বেগমসহ গ্রামবাসি। গত বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষিকা শিপ্রা রাণী সাহাকে অফিসে ডেকে তার শোকেজের চিঠি দেওয়া হয়। এর আগেও অক্টোবর মাসে ভুয়া দাতা সদস্য ও অর্থ আতœসাৎ করার অপরাধে শিপ্রা রাণী সাহাকে শোকজ করে প্রাথমিক শিক্ষা অফিস। 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহীন আক্তার জানান, তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক শিপ্রা রানী সাহাকে শোকজ করা হয়েছে। তাকে ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে  শোকজ এর জবাব দিতে বলা হয়েছে।


No comments

Powered by Blogger.