কালীগঞ্জে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় অনন্ত ৪ জন আহত

শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় অনন্ত ৪ জন আহত হয়েছেন। এঘটনায় একটি পিকাপ কাভার্ড ভ্যান দুমড়ে-মুসকে যায়। বুধবার ভোরে উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে ও কালীগঞ্জ শহরের বৈশাখি তৈল পাম্পের সামনে এই পৃথক দুইটি দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, পিকাপ কাভার্ড ভ্যানের ড্রাইভার উপজেলার রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আলামিন, যাত্রী উপজেলা আগমুন্দিয়া গ্রামের সালামের স্ত্রী মর্জিনা ও একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন, যাত্রীবাহী বাসের হেলপার রঞ্জিত রায়। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, বুধবার ভোর তিনটার সময় ঢাকা মেট্টিপলিটনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে খুলনায় যাচ্ছিল। পথমধ্যে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামকস্থানে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় যাত্রীবাহী বাসটি হেলপার রঞ্জিত আহত হন। অপর দিকে বুধবার সকাল সাড়ে ছয়টার সময় একটি পিকাপ কাভার্ড ভ্যান  ঝিনাইদহ থেকে যশোর যাচ্ছিল। পথমধ্যে কালীগঞ্জ শহরের বৈশাখি তৈলপাম্পের সামনে একটি ট্রাক পারকিং করার সময় স্ব-জোরে ধাক্কা লাগে। এসময় কাভার্ড ভ্যানের সমনে থাকা দুই যাত্রীসহ তিনজন মারাত্বক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুসকে যায়।  


No comments

Powered by Blogger.