কালীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইসমাইল বিশ^াস (৭৫) নামে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল বিশ^াস ঝিনাইদহ সদর কেশবপুর হাজরা পাড়ার মৃত জনাব বিশ^াসের ছেলে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাতক্ষীরা জনাব তানজিলুর রহমানের আপন বড় চাচা। তিনি দীর্ঘ দিন কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে জামাই কাশেম আলী মন্ডলের বাড়িতে থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা।
বেজপাড়া গ্রামের আলমগীর হোসেন জানায়, বাড়ি থেকে ওষধ কেনার উদ্যোশ্যে বেজপাড়া দিঘার পাড়ার বাবুলে দোকানে যাচ্ছিলেন বৃদ্ধ ইসমাইল বিশ^াস। পথিমধ্যে বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ গামী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। তবে, চালক পলাতক রয়েছে।
No comments