কালীগঞ্জে আধুনিক মানের ১০ তলা হাসপাতালের নির্মান কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারীভাবে একটি আধুনিক মানের ১০ তলা হাসপাতালের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ভবনের ভিত্তি প্রস্তরের মাটি কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মৎস ব্যাবসায়ী আলী আবেদ বিশ^াস, হাসপাতালের মালিকগনের মধ্যে অমিত কুমার সাহা ও হাফিজুর রহমান পিন্টুসহ অন্যান্য মালিকগন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কালীগঞ্জসহ পাশর্^বতী জেলার মানুষের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে তারা বেসরকারীভাবে একটি ১০ তলা বিশিষ্ট হাসপাতালের নির্মান কাজ শুরু করেছে। ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন শহরের শ্রীলক্ষী সিনেমা হলের পাশে এটি নির্মিত হচ্ছে। এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরিক্ষা-নিরিক্ষা ও অপারেশনসহ সু-চিকিৎসা প্রদান করা হবে। আগামী দু’বছরের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
No comments