মোচিকের টারবাইনে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তিন শ্রমিককে সাময়িক বরখাস্ত


 স্টাফ রিপোর্টার-

দক্ষিণ বঙ্গের একমাত্র ভারিশিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৪ টায় আনুষ্ঠানিকভাবে ২০২২- ২০২৩ মৌসুমের আখ মাড়াই শুরু হয়। শুরুর দুদিন পার হতে না হতেই ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ৪ টা ৫০ মিনিটে মিলের পাওয়ার টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বন্ধ হয়ে যায় কারখানার আখ মাড়ায়সহ সকল কার্যক্রম। মিলটির  যান্ত্রিক ত্রুটি কাটিয়ে গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুনরায়  আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। টারবাইন এ যান্ত্রিক ত্রুটির পর থেকেই একাধিক তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করে। এঘটনায় গত ৫ জানুয়ারি মোচিকের প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আশেকুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে) স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্র প্রদান করা হয় তিন শ্রমিককে। এমনকি বরখাস্তপত্র প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে স্থায়ী টারবাইন অপারেটর যান্ত্রিক বিভাগ (মোচিক) বরাত নং ১৫৪০/৮৩ এ আকবর হুসাইন, স্থায়ী টারবাইন হেলপার বরাত নং ১৭৪৬/ ৮২ এ মোঃ আরুকসহ তিন শ্রমিককে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  

এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানান,টারবাইন এর যান্ত্রিক ত্রুটির ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। টারবাইনে অপরিচিত ব্যক্তির প্রবেশাধিকারে কারণ উদঘাটন এবং তার নাম পরিচয় শনাক্তকরণে কিছুটা বিলম্ব হলেও আশা করছি আর অল্প কিছু দিনের মধ্যে তাকেও আমরা সনাক্ত করতে পারব।


No comments

Powered by Blogger.