মিথ্যার আশ্রয়ে টাকা তুলতে গিয়ে জনতার হাতে ধরা চার প্রতারক

স্টাফ রিপোর্টার-

কিডনি রোগীর চিকিৎসার কথা বলে মিথ্যার আশ্রয়ে টাকা তোলার সময়ে স্থানীয় জনতার  হাতে ধরা খেয়েছে চার প্রতারক। শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের রহমানিয়া সুপার মার্কেটে টাকা তুলতে এসে তারা ধরা খয়। তারা হলেন, খুলনা খানজাহান থানার ফরিদপুর গ্রামের ফজল শেখের ছেলে নাইম, ফুলবাড়ি গেট এলাকার হায়দার আলীর ছেলে সোহেল, মুক্তার হোসেনের ছেলে আল-আমিন ও রুস্তম হাওলাদারের ছেলে মিজান। রহমানিয়া মার্কেটের ব্যাবসায়ীরা জানায়, খুলনা থেকে ৪ যুবক তাদের মার্কেটে এসে কিডনি রোগীর সহায়তার কথা বলে টাকা তুলছিল। প্রতারকদের হাতে টাকা তোলার একটি কাটুনে লেখা ছিল তাদের ভাই দিনমজুর আসাদুল আলম মিলনের কিডনি ড্যামেজ হয়ে মেডিকেল কলেজে ভর্তি আছে। তার চিকিৎসার জন্য সহায়তা চায়। কিন্তু এ সময় প্রতারকদের গতিবিধি সন্দেহ হলে ব্যাবসায়ী ও জনতা মিলে তাদেরকে আটক করে। এরপর প্রতারক চক্রদের জিজ্ঞাসাবাদে তাদের এলাকার মেম্বর সদস্য মনিরের সাথে কথা বলে জানতে পারেন তারা একটি প্রতারক চক্র। পরে জনতা প্রতারকদের উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয় এবং প্রতারকদের উত্তোলনকৃত এক হাজার ১শ ৭৭ টাকা স্থানীয় এতিম খানায় প্রদান করেন।



No comments

Powered by Blogger.