কালীগঞ্জের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর আয়োজন উপলক্ষে কালীগঞ্জে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত ওই সভাতে সিদ্ধান্ত হয় আগামী ২৫ জানুয়ারী প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। উপজেলার মধ্যে অবস্থিত স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রতিনিধিগন।
সভাতে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্নের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
No comments