কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শাহজাহান আলী সাজু ॥
“উন্নয়নের সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ হয়ে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ পারভীন, ১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম প্রমূখ।
No comments