কালীগঞ্জে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন॥ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে মাাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষক সমিতির আয়োজনে প্রতিযোগীতায় উপজেলার প্রায় ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীকেট ভলিবলসহ প্রায় ৪০ ইভেন্টে অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হুদা, বেলাট দৌলতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমান, ছলিমুন্নেছা বাালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার, মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা।
প্রতিযোগীতার ক্রীকেট খেলায় সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভলিবলে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাডমিন্টনে হাটবারোাবাজার মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম, কালুখালী ম্যামিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফি উদ্দীন ও ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ওয়াসিম।
No comments