কালীগঞ্জে দিনমজুরের ৩ টি গরু চুরি
সারাদিন পরের ক্ষেতে কামলার কাজ করে সন্ধ্যায় চাল-ডালের সঙ্গে গরুর খাবার কিনে বাড়ি ফেরেন সেলিম। নিজের সন্তানের মত করে গরু ৩ টিও পালন করছিলেন।গরু ৩ টিই ছিল দিনমজুর সেলিমের একমাত্র সম্বল।কিন্ত মঙ্গলবার দিবাগত রাতে তার সে ৩ টি গরুই চুরি হয়ে গেছে। এতে তিনি প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে তার দাবি। আব্দুস সেলিমের বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের ঘিঘাটি গ্রামে।
দিনমজুর আব্দুস সেলিম জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে তার বাড়ির মধ্যে মটর গাড়ির লাইট দেখে ঘুম ভেঙে যায় তার। এ সময় বাইরে গিয়ে দেখেন বাড়ির পাশের সড়কে একটি পিকাপ দাড়িয়ে আছে। তার উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত কালীগঞ্জ শহরের দিকে চলে আসে। পরে দেখেন তার গোয়ালের গরু ৩ টি নেই। তখন বুঝতে পারেন চোরেরা ওই পিকাপেই তার গোয়ালের গরু ৩ টি নিয়ে গেছে।
পরে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুজি করার সময় দেখেন গোয়ালের সামনে একটি মোবাইল সেট পড়ে আছে। তিনি বলেন, মাঠে তার কোন জমি নেই। পরের ক্ষেতে কামলার কাজ করে সংসার চালান। সঙ্গে নিজের সন্তানের মত যত্নে ২ গাভী ও একটি বলদ পালন করছিলেন। কিন্ত এখন তার সব শেষ হয়ে গেছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানান, ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ইতোমধ্যে চোরদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট জব্দ করতে সক্ষম হয়েছে। এর সূত্র ধরেই চোরদের আটকের চেষ্টা করছে পুলিশ।
No comments