কোটচাঁদপুরে ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত
মোঃ রোকনুজ্জামান কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল লতিফ নামে এক জন নিহত হয়েছেন। জানা গেছে তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা।
শুক্রবার দুপুরে উপজেলার বলুহর ইউনিয়ন এর ফুলবাড়ি দক্ষিণপাড়া নামক স্থানে ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আব্দুল লতিফ ঝিনাইদহ জেলার সদর উপজেলার ডাকবাংলার বাসিন্দা। ঘটনাস্থলে ট্রাক্টর রেখে ড্রাইভার পালিয়ে যান। ঘাতক ট্রাক্টর কোটচাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
No comments