কোটচাঁদপুরে কৃষি মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক মনিরা বেগম







মোঃরোকনুজ্জামান  কোটচাঁদপুর প্রতিনিধিঃ 

ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃষি মেলা ২০২৩ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করলেন জেলা প্রশাসক মনিরা বেগম। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এদেেশর এক ইঞ্চি জমি যেন অন আবাদি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ এখন আর অন্য দেশের সাহায্য সহায়তার আশায় থাকে না। নিজেই স্বয়ং সম্পন্ন। এদেশের কৃষি পন্য সামগ্রি দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি হচ্ছে কৃষকদের উদ্দেশ্য বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি  উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। 

সোমবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা শুভ উদ্ভোদন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। 

কৃষি মেলা উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার প্রমুখ। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলা শুভ উদ্ভোদন করেন প্রধান অতিথি। সে সময় অন্যান্য অতিথিদের সাথে বিভিন্ন কৃষি উপকরণের ২৩ টি স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক, মেলায় আগত দর্শনার্থী, শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলে।


No comments

Powered by Blogger.