কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

এম শাহজাহান আলী সাজু-

হাজী রহিম উদ্দীন ফাউন্ডেশনের আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জ পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে আনোয়ারা বেগম স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে রোববার সকালে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজী রহিম উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে সভাতে বক্তৃতা করেন, ফাউন্ডেশনের সদস্য মাহাতাব উদ্দীন সরকারী ডিগ্রী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রাশেদ সাত্তার তরু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ি আলহাজ জনাব ফরিদ উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ মাজেদুর রহমান, স্কুলের সভাপতি মোঃ ফিরোজ আহম্মেদ, ফাউন্ডেশনের সদস্য আলহাজ শামসুল হক, কালীগঞ্জ প্রেসক্লবের সভাপতি শাহজাহান আলী সাজু, অভিভাবক প্রতিনিধি শিউলী পারভীন, স্কুল শিক্ষক শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য আমির হামজা। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি ১৫জন মেধাবী ছাত্র-ছাত্রী শিক্ষার্থী, গুণি মাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার ক্রেস্ট প্রদান করা হয়।


 



 

No comments

Powered by Blogger.