কালীগঞ্জে বিএনপি'র ৪৯ নেতাকর্মীর আগাম জামিন

 স্টাফ রিপোর্টার- 

ঝিনাইদহের কালীগঞ্জে মহান শহীদ দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার মামলায় ৪৯ জন বিএনপি নেতাকর্মী আগাম জামিন পেলেন। গতকাল বুধবার এই মামলার ৪৯ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম ৬ সপ্তাহের  জামিন পান।

উল্লেখ্য, গত ২১শে ফেব্রুয়ারী সকালে মহান শহীদ দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতা ইরফান রাজা রুকুসহ আহত হয় কমপক্ষে ৬ জন। ওই দিন রাতে রুকুর ভাই কামরান হোসেন বাদী হয়ে বিএনপির ৪৯ জন নেতাকর্মী নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ব্যাক্তিদের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 




 

No comments

Powered by Blogger.