কালীগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট ও রোপা আউশ ধানের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ১২শ কৃষককে রোপা আউশ বীজ ও সার এবং ৮শ কৃষককে পাটবীজ প্রদান করা হয়।


No comments

Powered by Blogger.