ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিকাশের বহিষ্কারদেশ প্রত্যাহার

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের পদ্মকর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী বিকাশ কুমার বিশ্বাসের বহিষ্কারদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত ২২ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়। চিঠিতে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠন তন্ত্র ও ঘোষনা পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে এ বহিষ্কারদেশ প্রত্যাহার করা হলো। চিঠিতে আরো বলা হয় গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত  অনুযায়ী  সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারন ক্ষমা প্রার্থনা করে আপনার আবেদন পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।

উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে  বিবেচিত হবে বলে তিনি আরো জানান।

No comments

Powered by Blogger.