মহেশপুরে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজামুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার বিকেলে উপজেলার জিন্নাহনগর মাঠ এলাকায় এ দুর্ঘঠনা ঘটে। নিহত ইনজামুল ইসলাম উপজেলার বাউলি গ্রামের আলী হামজার ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বাউলি গ্রামের ইনজামুল ইসলাম মোটর সাইকেল নিয়ে সামন্তা বাজারে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ইনজামুল ইসলাম নিহত হয়। আহত হয় বাইসাইকের আরোহী ইসমাইল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে পার্শবর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, নিহত ইনজামুল ইসলামের লাশ তার বাড়ীতেই রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।






No comments

Powered by Blogger.