কালীগঞ্জে মুরগী পালন খামারীদের মাঝে মুরগীর খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে মুরগী পালন খামারীদের মাঝে প্রণোদনা হিসাবে মুরগীর খাবার বিতরণ করেছেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। সোমবার সকালে এলডিডিপি এর আওতায় উপজেলা ২টি পিজি সমিতির ৬৫ জন মুরগী পালন খামারীদের মাঝে ৩ হাজার ২৫০ কেজি খাবার বিতরণ করা হয়। প্রত্যেক খামারীদের কে ৫০ কেজি মুরগীর খাবার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা : মো : রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ সস্প্রসারণ কর্মকর্তা ডা : শারমিন আক্তার, এলএফএ রেজোয়ান কবির, মনিরুল ইসলাম প্রমূখ। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা : মো : রেজাউল করিম জানান, খাবারের দাম বৃদ্ধি হওয়ায় সরকার খামারীদের মাঝে প্রণোদনা হিসাবে খাবার বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় এলডিডিপি এর আওতায় উপজেলা ছাগল পালন, গাভী পালন, ষাড় পালন ও মুরগী পালনসহ মোট ১৬ টি পিজি সমিতির সদস্য সংখ্যা রহেছে ৫০২ জন। এর মধ্যে মুরগী পালন ২টি পিজি সমিতির সদস্য সংখ্যা ৬৫ জন। এই ৬৫ জনকে ৫০ কেজি করে ৩ হাজার ২৫০ কেজি মুরগীর খাবার বিতরণ করা হয়। এর আগে পর্যায়ক্রমে ছাগল ও গাভী পালন পিজি সমিতির সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।  

  




 

No comments

Powered by Blogger.