ঝিনাইদহে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির প্রতিবাদ সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে বীজের দাম বৃদ্ধির দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনাতায়নে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউসুফ আলী, প্রধান উপদেষ্টা এনামুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, বর্তমানে বিএডিসি গমের বীজ ৬০ টাকা মূল্য নির্ধারন করায় ক্ষতির সম্মূখিন হচ্ছে তারা। তাই গম বীজের দাম ৬৫ টাকা ও ধানের বীজ ৫২ টাকা করার দাবি জানান। একই সাথে ধানে বীজের দাম পুর্বেই নির্ধারণের দাবীও জানান। 


No comments

Powered by Blogger.