ঝিনাইদহে গ্রামীন ব্যাংকের গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে গ্রামীন ব্যাংকের গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি শাখার ঘোষ পাড়ায় গ্রাহকদের মাঝে ১ লক্ষ গাছের চারা বিতরণের উদ্বোধন করেন গ্রামীন ব্যাংকের যোনাল ম্যানেজার শেখ মোঃ মজিবর রহমান । সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, এরিয়া ম্যানেজার এস এম গফুর উদ্দিন, শাখা ব্যবস্থাপক এহছানুর রহমান।পরে উপস্থিত শতাধীক গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
গ্রামীন ব্যাংকের যোনাল ম্যানেজার মজিবর রহমান বলেন, সবুজ বনায়ন করার লক্ষ্যে ব্যাংকের নিজস্ব উদ্যোগে ৭৪ টি শাখার গ্রাহকদের মাঝে ৮৫ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments