ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 ঝিনাইদহ প্রতিনিধি-

“প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব  পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি, বৃক্ষরোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মিনি ইকোপার্কে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন শেষে জেলা প্রশাসক কার্যালয় মিলনাতায়নে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, যুব ফেডারেশনের আহবায়ক এস.এম রবি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে পৃথিবী সুন্দর থাকবে। বিশেষ করে প্লাস্টিক বর্জনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান তারা। 


No comments

Powered by Blogger.