ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদরে অস্ত্র মামলায় পৃথক দুটি রায়ে ফারুক হোসেন(৩৫)নামের একজনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত ফারুক হোসেন সদর উপজেলার মহামায়া গ্রামের ফজলু বিশ^াসের ছেলে।
সোমবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। ফারুক হোসেনকে ওই উপজেলার সদরের মহামায়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুক হোসেনের দেহতল্লাশী করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ বাদী হয়ে পর দিন ২৩ ফেব্রুয়ারি সদর থানায় ফারুক হোসেন, রাশিদুল ইসলাম ও লিটনের নামে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৭ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় আসামীকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন। মামলার অপর আসামী রাশিদুল ইসলাম ও লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাশ দেওয়া হয়েছে।
No comments