ঝিনাইদহে একক নাটক ‘খুড়িমা’ পরিবেশিত
ঝিনাইদহ প্রতিনিধি-
দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে পরিবেশিত হয়েছে একক নাটক ‘খুড়িমা’। সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্ক মিলনায়তনে এ নাটক পরিবেশিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া কথক পারফর্মিং রেপার্টয়্যার প্রয়োজিত মুন্সী প্রেমচন্দ’র বুড়ি কাকী অবলম্বনে নির্মিত নাটক খুড়িমা অভিয়ন করেন পশ্চিমবঙ্গের নাট্যশিল্পী কৃতি মজুমদার। নাটকে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় অসহায়দের নির্যাতন। সমাজের প্রভাবশালী বিত্তবানদের অন্যায় অপরাধ। সেই সাথে তুলে ধরা হয়েছে একজন সর্ত্তোর্ধ নারী জীবন সংগ্রাম। সকল অন্যায় অপরাধ থেকে নিজেদের বাচিঁয়ে নিজের অবস্থান ধরে রাখা। সৌরভগুপ্তের রচিত ৪৫ মিনিটের এই একক নাটক উপভোগ করে ঝিনাইদহের নানা শ্রেণী পেশার মানুষ।
নাটক শেষে মুল্যায়ন সভায় নাড়িকেলবাড়ীয়া ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, প্রভাষক বাবুল আক্তার লাল্টু, দিপায়ন’র সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন, অংকুর নাট্য একাডেমী আজীবন সদস্য অঞ্জলী রায়, জামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
No comments