হরিণাকুন্ডুর শের আলী অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রালয়ের সহকারী সচিব

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুন্ডুর শের আলী অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন।

বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি পরিদর্শণ করেন তিনি। সেসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শের আলী, সভাপতি জাহিদ হাসান, প্রধান শিক্ষক শাহীন আহম্মেদ, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ মোশাররফ হোসেন, ডা: রাহান উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান টুটুল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন। সেসময় বিদ্যালয়ের কর্মকান্ড দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ২৭৫ জন শিক্ষার্থী রয়েছে। অটিস্টিক শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে চলেছে বিদ্যালয়টি।


 

No comments

Powered by Blogger.