১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় রাখালগাছি ইউনিয়নের বগেরগাছি নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ইদ্রিস আলী ইদু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইজ্জত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ, ভোরের কাগজের সাংবাদিক বেলাল হোসেন বিজয়, ইউপি সদস্য রাশেদুল ইসলাম লাল, জাহাঙ্গীর হোসেন, সাবেক মেম্বার সফিয়ার রহমান প্রমূখ।

১১নং রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় অনুষ্টানে সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় জাতীয় শোক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।



No comments

Powered by Blogger.