কালীগঞ্জে এসিল্যান্ডের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা
স্টাফরিপোর্টার-
“আমি বাহিরে আছি আমাকে এখনি ৫ হাজার টাকার প্রযোজন, বিকাশে পাঠান” কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনোর (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ভূমি অফিসের স্টাফ সারভিয়ার মুরতুজ আলী এভাবে ফোন দিয়ে টাকা দাবী করেন প্রতারকরা। এসময় সারভিয়ার মুরতুজ আলী কন্ঠ সন্দেহ হলে তিনি সহকারি কমিশনোর (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের ব্যক্তিগত মোবাইলে ফোন দেন। এর আগে বিকাল ৪টার সময় অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন আরো দুই ব্যক্তির কাছে ফোন দেন প্রতারকরা। তাদেরও কন্ঠ সন্দেহ হলে এসিল্যান্ড হাবিবুল্লাহ হাবিবের ব্যক্তিগত মোবাইলে ফোন দেন। এভাবে শনিবার বিভিন্ন ব্যক্তির নিকট অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন দেন প্রতারকরা। এক পর্যায়ে এসিল্যান্ড হাবিবুল্লাহ হাবিব তার “এসিল্যান্ড কালীগঞ্জ ঝিনাইদহ” ফেজবুক পেইজে শনিবার রাত ৯টায় “এসিল্যান্ড কালীগঞ্জের অফিসিয়াল মোবাইল নম্বর ০১৩২৪১৬৪৮২০ ক্লোন করে অফিসের স্টাফসহ বিভিন্ন ব্যক্তির কাছে আজ ফোন দেওয়া হয়েছে। এই নম্বর থেকে ফোন করে কারো কাছে কোনো রকম অসংলগ্ন/সন্দেহজনক কথা বললে বা আচরণ করলে জানানোর জন্য অনুরোধ করা হলো এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো” মর্মে একটি পোষ্ট দেন।
কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনোর (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, রাত সাড়ে ৮টার সময় সারভিয়ার মুরতুজ আলী আমাকে ফোন দিয়ে বলে স্যার আপনার কি টাকার প্রযোজন ? অফিসিয়াল মোবাইল নম্বর থেকে আমার কাছে ফোন দিয়ে টাকা পাঠাতে বলে। তখন আমি বুঝতে পেরেছি অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করছে। এর আগে বিকাল ৪টার দিকে আরো দুই ব্যক্তি আমার কাছে ফোন দেন। কিন্তু আমি ব্যাস্ত থাকায় তাদের ফোন রিসিভ করতে ব্যার্থ হয়। পরে সারভিয়ার সাহেব আমাকে ফোন দিলে তখন আমি বুঝতে পেরে ঐ দুই ব্যক্তির নিকট আমি ফোন করি। তারাও বলে তাদেরও অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ফোন দেওয়া হয়েছে। তাদের কন্ঠ সন্দেহ হলে তারাও আমাকে ফোন দেন।
No comments