কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম হোসেন নামে একজনের মৃত্যু
রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার তালিনা গ্রামে রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম হোসেন (২৬) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত গোলাম হোসেন ঐ গ্রামের আব্দুল আজিজ এর সন্তান।
স্থানীয়রা জানান, গোলাম হোসেন পার্শবর্তী সিরাজুল ইসলাম এর বাড়ি পানির মটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। বাড়ির মালিক চেঁচামিচি করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজুল ইসলাম এর বাড়ির বিদ্যুৎ লাইনের মেইন সুইচ বন্ধ না করে কাজ করছিলেন বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিদ্যুৎের কাজ করার সময় গোলামের পায়ে কোন প্রকার জুতা পরিহিত ছিলো না।
No comments