ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে সম্প্রসারণ অর্থের লোভে বিষয়খালীতে ধান ক্ষেত নষ্ট করে নির্মাণ করা হয়েছে টিন শেড

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে সম্প্রসারণ করার কথা শুনে নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। সরকারি অর্থের লোভে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে ধান ক্ষেত নষ্ট করে নির্মাণ করা হয়েছে টিন শেডের ঘর। ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে সম্প্রসারণ করার ঘোষণা ও এলাকায় ভুমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। এতে জমির মালিকদের তিন গুণ জমির  ও স্থাপনার খতি পূরণের সরকারি অর্থ প্রদান করা হবে এমন খবরে সরকারি অর্থের লোভে বিষয়খালী গ্রামের আব্দুল বারি সরদার ধানের ক্ষেত নষ্ট করে টিন শেডের ঘড় নির্মাণ কাজ ইতি মধ্যে শেষ করেছে। এমনটি অত্র এলাকার বিভিন্ন মানুষ সরকারি অর্থের লোভে সড়কের দুই পাশেই রাতারাতি নির্মাণ করছে অসংখ্য স্থপনা। তাই সরকারি ভাবে এসকল লোভি মানুষদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে এটা আশা করে সচেতন মহল। সরকারি ভাবে এসকল লোভি মানুষদের প্রতিহত না করলে রাতারাতি আরো স্থাপনা গড়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এটা আশা করে সচেতন মহল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম বলেন, কেউ যদি নতুন করে কোন স্থপনা নির্মাণ করেন তবে তার কোন ক্ষতি পূরণ দেয়া হবে না। এমনটিই গত ৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঝিনাইদহ-যশোর সড়ক সেকশন  ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা মত বিনিময় কালে সকলকেই অবহিত করেন।




No comments

Powered by Blogger.