কালীগঞ্জে সাংবাদিক অমিত সিকদার হামলার শিকার
ঝিনাইদহের কালীগঞ্জে এসকে নিউজ ২৪ এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক অমিত সিকদার বিশু হামলার স্বীকার হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের পুরানো বাজারে যেতে কাঁঠের ব্রিজ পার হওয়ার পর হামলার স্বীকার হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক ও এসআই সেকেন্দার।
আহত সাংবাদিক অমিত সিকদার বিশু জানান, মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টার দিকে সংবাদ কালেকশনের জন্য কালীগঞ্জ পুরানো বাজারে যেতে কাঁঠের ব্রিজ পার হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। এমন সময় গোলাম রসুলের ভাইপো রকি, ছেলে রাহুলসহ অজ্ঞাত আরো তিনজন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়ে চলে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়াছিল। তবে, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments