কালীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ৫৮০ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৫৮০ পিচ ইয়াবা ট্যালেটসহ ২জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বারোবাজার ও কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কালীগঞ্জ থানার এসআই কাবিরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার মিঠাপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় আব্দুল্লাহ আল-মামুন (২৫) নামের এক যুবককে নিজ বাড়ি থেকে ৫৩০ পিচ ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। আটক মামুন বারোবাজার মিঠাপুকুর এলাকার রুহুল আমিনের ছেলে। একই দিনে সকালে কালীগঞ্জ থানা পুলিশের আরেকটি অভিযানে ৫০পিস ইয়াবাসহ উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে সমীর দাস (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশ। আটক সমির দাস ফয়লা গ্রামের স্বপন দাসের ছেলে। তাদের নামে মাদক আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments