ঝিনাইদহ জেলা পরিষদের উদ্দ্যোগে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা পরিষদের উদ্দ্যোগে বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গরীব মেধাবী ও অসহায় মহিলাদের মাঝে এসব বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা পরিষদের  চেয়ারম্যান এম.হারুন অর রশিদ বাই-সাইকেল ও সেলাইমেশিন তাদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য অনিতা রানী, সহকারী প্রকেীশলী মোঃ রফিকুল ইসলাম, সিএ শেখ শফি উদ্দিন, শেখ লোকমান হোসেন আপেল। জেলা পরিষদ চেয়ারম্যান জানান, ৯০ টি বাই-সাইকেল ও ১৫৩ টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে । যা চলমান রয়েছে। এর মধ্যে ৭০টি বড় এবং ২০টি ছোট সাইকেল রয়েছে। তিনি আরো জানান, পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়ায় ও শোকের মাস আগষ্ট হওয়ার কারনে এসব বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ করতে একটু দেরী হয়েছে ।


No comments

Powered by Blogger.