কালীগঞ্জ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বারোবাজার প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ প্রশান্ত নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রুঘুনাথপুর রাস্তার উপর থেকে তাকে গাজাসহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী প্রশান্ত উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহি গ্রামের গয়ানাথের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে জানান, উপজেলার রঘুনাথপুর বাজারে মেইন রাস্তার উপর মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালাই। এসময় প্রশান্ত নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments