ঝিনাইদহে ফার্ণিচার ও কসমেটিক মেলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ শহরের মর্ডান মোড়ের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় মাসব্যাপী ফার্ণিচার ও কসমেটিক মেলা শুরু হয়েছে। গত ১ লা নভেম্বর এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এ মেলা চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। মেলায় স্টল বসেছে বিভিন্ন প্রকার ফার্ণিচার ও কসমেটিক এর দোকান। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে মেলায় কেনা-বেচা। এ মেলায় প্রতিনিয়ত ভিড় করছে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। মেলার মালিক রাকিবুল বাশার রোকন জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে এই ঐতিহ্যবাহী ফার্ণিচার ও কসমেটিক মেলা ঝিনাইদহে চলে আসছে। এবার নবগঙ্গা নদীর তীর ঘেষে সম্পূর্ণ প্রাকৃতিক ও মনোরম পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই মানুষের একটু বিনোদন দেওয়ার জন্যই প্রতিবছর আমি এ মেলার আয়োজন করে থাকি। আর এ মেলায় নারীদের সাজগোছ ও ঘর গোছানো সামগ্রী বিক্রয় করা হয়। এছাড়াও সকলের পচ্ছন্দের প্রিয় সামগ্রী কিনতে ও একটু বিনোদন নিতে মেলাতে ছুটে আসেন নারী-পুরুষেরা। এ মেলাতে সববয়সী মানুষকে আসার জন্য তিনি আহবান জানান।

No comments

Powered by Blogger.